Saturday, August 13, 2011

আসুন Microsoft এর Windows কে ভেঙে চুরে দিয়ে নিজের মনের মত করে Windows সাজাই!!!!


একবার ভাবুন তো কেমন হবে যদি আপনে নিজেই Microsoft Windows এর চেহারা সম্পূর্ণ পালটে দিতে পারেন নিজের মত করে? যদিও কাজটা জটিল একটা ব্যাপার কিন্তু এখন নিজেই খুব সহজেই পালটে দিতে পারেন মাইক্রোসফট উইন্ডোজ এর চেহারা এবং বানাতে পারেন মনের মত উইন্ডোজ এর চেহারা।
এই কাজটি করার জন্য আপনাদের সাথে আজকে একটা জটিল সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আশা করি ভাল লাগবে। সফটওয়্যারটি হল Windows Blind 7.2 মাত্র 43.56 Mb যা দিয়ে খুব সহজেই আপনে কাজটি করতে পারেন।
ভয় পাবেন না! সফটওয়্যার টি আপনাকে কিনতে হবে না টাকা খরচ করে । আপনাদের কে এই সফটওয়্যার টির Full ভার্সন গিফট করলাম। ভাল লাগলে কমেন্ট কইরেন। কথা আর না বারিয়ে আসুন দেখে নেই কি করা সম্ভব এই সফটওয়্যার টি দিয়ে।
Windows Blind 7.2
Windows: Windows Blind 7.2 হল এমন একটি utility  সফটওয়্যার যা দ্বারা আপনি  Microsoft Windows এর চেহারা একদম পালটে দিতে পারেন নিজের মত করে।  Window Blinds সফটওয়্যার টি উইন্ডোজ এর প্রায় সকল ভার্সন সাপোর্ট করে যেমনঃ Windows 7/Vista (32 and 64-bit) এবং  Windows XP SP2 অথবা  SP3 32-bit ভার্সন।
Window Blinds সফটওয়্যার টি নতুন  visual styles প্রয়োগ করে কাজ করে। এটি দিয়ে উইন্ডোজ এর টুকিটাকি প্রায় সব বিষয় গুলোতে পরিবর্তন আনতে পারেন। আসুন সেগুলো দেখে নেই একনজরঃ
* User interface
* Start menu ,
* Window frames,
* Title bars,
* Menus,
* Buttons,
* Taskbar,
* Scroll bars এবং Operating system এর প্রায় সবকিছু।
******************এগুলো পরিবর্তন করে আপনে আপনার উইন্ডোজ এর Appearance সম্পূর্ণ কন্ট্রোল করতে পারেন নিজের পসন্দ মত।************************
***এটার সবচেয়ে মজার দিক হল এটা দিয়ে আপনে আপনার  Title bars,
Taskbar, buttons এবং আরও অনেক জায়গায় Animation ব্যাবহার করতে পারবেন।
এছাড়া Window Blinds দিয়ে আপনে আপনার উইন্ডোজ এর Appearance modify  করতে পারেন। যেমন ধরুনঃ
১। কালার পরিবর্তন।
২। Texture যোগ করা।
৩। ওয়ালপেপার।
৪। Fonts পরিবর্তন।
৫। Adjust করুন Transparency অথবা Blur.
৬। এবং আরও অনেক কিছু।
লক্ষ্য করুনঃ Use UIS0 to apply textures to the Windows Aero visual style, Live preview skins and transparency.
তাছাড়া আপনে WinCustomize.com  ওয়েবসাইট থেকে Download করতে পারেন হাজার হাজার  visual styles.
***With the addition of a separate SkinStudio, you can create own skins for use with Window Blinds.
*******************Download লিঙ্ক নিচে দেওয়া হল*********************

Download Links:
MEDIAFIRE
Setup
Crack:

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More