Saturday, May 28, 2011

ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন)


Capture1 75x75 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
বর্তমানে অনেক ল্যাপটপ/নেটবুক এ দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপ/নেটবুক এর মূল্য ও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপ/নেটবুক এ ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য এ  ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন)
যা উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
ডাউনলোড করুন এখান থেকে
যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন।
৩. unzip করার পর folder টা ওপেন করে "LuxandBlinkProSetup" এ ডাবল ক্লিক করুন।
৪. এবার নিচের স্ক্রীন শট গুলা দেখেন-

1 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
2 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
3 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
4 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
খেয়াল করুনঃ সাভাবিক ভাবে কম্পিউটার এর সামনে বসেন এবং পর্যাপ্ত আলো যেন রুমে থাকে। আলোর উৎস আপনার পিছনে না হয়ে সামনে হলে খুবই ভাল হয়।
5 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
ডানে, বামে, সামনে, পিছনে আপনার মাথা নাড়ান... সবুজ বার টা পূর্ণ হওয়া পর্যন্ত।
6 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
এইবার পিসি রিস্টার্ট করুন... এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন ।
৫. unzip করা folder এর ভিতর pro settings এর জন্য user name আর serial key দেয়া আছে যা ব্যাবহার না করলেও অসুবিধা হবে না।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More