Wednesday, June 22, 2011

মাদার বোর্ড এর কনফিগারেশন দেখার সফটওয়্যার

অনেক সময় আমাদের মাদার বোর্ড এর কনফিগারেশন দেখার প্রয়োজন পরে। যেমন মাদার বোর্ড  কনে ধরনের, কতটুকু ক্ষমতা সম্পন্ন গ্রাপিক্স কার্ড ও সাউন্ড কার্ড বিল্ট ইন আছে, তা জানার বিশেষ দরকার পরে। যদি মাদার বোর্ড এর ড্রাইভার সিডি হারিয়ে যায়, তবে অবশ্যই ড্রাইভার সেটাপ করার জন্য মাদার বোর্ড এর কনফিগারেশন দেখার প্রয়োজন পরে। আর এই কনফিগারেশন দেখার সবচেয়ে ভাল একটি সফটওয়্যার হলো CPU-Z. সফটওয়্যারটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More