Saturday, August 13, 2011

সেরা English > বাংলা ডিকশনারি Silicon!


কেন অন্য ডিকশনারি থেকে এটা আলাদা? প্রথমে ডেভলপারের ভাষায়ঃ কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই আমাদের অজানা অনেক ইংরেজী শব্দের মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এবং এতে কাজের গতিও কমে যায় অনেকাংশে।
“Silicon Dictionary” উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী। বাজারে অনেক ধরনের ডিকশনারী পাওয়া যায়। তবে তাদের সাথে সিলিকন ডিকশনারী -র পার্থক্য হল, এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া, এর বাংলা অর্থগুলি image আকারে দেয়ায় আপনি পাবেন সত্যিকারের ডিকশনারীর স্বাদ। আর প্রতিটি ইংরেজী শব্দের উচ্চারনতো আছেই।
আশা করি পরিস্কার ধারনা পেয়েছেন। তারপরেও বলছি এই ডিকশনারির সব চেয়ে ভাল দিক হলো শব্দ সার্চ করার উচ্চ গতি। শশী বা অন্যান্য ডিকশনারি থেকে সিলিকনের গতি বেশি। এছাড়াও শব্দগুলোর মিনিং বেশ বিস্তারিত। শুদ্ধভাবে উচ্চারন জানারও সুযোগ আছে। speak বাটনে ক্লিক করলেই শুনতে পারবেন ইংরেজি শব্দের উচ্চারণ।
তবে ডেভলপারের কাছে আমার অনুরোধ বাংলা টু ইংলিশ সুবিধা সহ খুব শীঘ্রই যেন আপডেট ভার্শন বের করা হয়।

ডাউনলোডঃ

Silicon Dictionary ।
সাইজ ১২২ মেগাবাইট হলেও ডাউনলোড করে আশা করি নিরাশ হবেন না। একবার ব্যবহার করলেই ভাল লেগে যাবে। এটা কিন্তু পুরাই ফ্রী!!!
xp,vista,7 এ চলে।
(ইন্সটল করার সময় একটা error শো করতে পারে। তখন শুধু ignore এ ক্লিক করলেই হবে।)
আশা করি ভাল লেগেছে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More