Friday, August 12, 2011

ডাউনলোড করুন ছবি থেকে ভিডিও বানানোর একটি মজার সফটওয়্যার


আমরা অনেকে বিয়ের ভিডিও দেখি সেখানে একটার পর একটা ছবি আসে এবং গান বাজে।এই কাজটি আজ আমরা ঘরে বসে করব।
পিকচার টু ভিডিও কনর্ভাটার ছোট পাওয়াফুল একটি সফটওয়্যার যা দ্বারা আপনি খুব সহজে ছবি থেকে ভিডিও গান তৈরী করতে পারবেন।




নিচেন ডাউনলোড লিঙ্ক থেকে সর্বপ্রথম সফটওয়্যার’টি ডাউনলোড করে নিন মাত্র ১.৫ মেগাবাইটে।
ডাউনলোড লিঙ্ক
  • আনজিপ করার পর এপ্লিক্যাশন’টি চালু করুন।
  • এড ফটো তো আপনার পছন্দমত ছবি যোগ করুন,
  • এড মিউজিকে আপনার পছন্দের গান দিয়ে দিন…
  • এভাবে পরবর্তী ধাপগুলো সম্পূর্ন করুন এবং প্রিভিউতে গিয়ে তার আউটপুট দেখতে পাবেন।
  • আপনি চাইলে WMV, AVI, ASF, MKV ইত্যাদি ফরমেটে ফাইলগুলো সেভ করতে পারবেন।
  • হাই রেজুল্যাশনে সহজেই বানাতে পারবেন ছবি থেকে ভিডিও।
  • উপভোগ করুন।
    আজ বিদায় নিচ্ছি।ভালো থাকবেন সবাই।আমার জন্য দোয়া করবেন,আমি আপনাদের জন্য দোয়া করি।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More